পটুয়াখালী পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন

 পটুয়াখালী পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন

আবদুুল আলীম খান  পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদ প্রায় ২৩ কোটি টাকার দায় নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

গত ৭ মার্চ দুপুরে পটুয়াখালী পৌরসভা কম্পাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর নাগরিকদের উপস্থিতিতে পৌর সচিব হেলাল উদ্দিন নতুন মেয়র মহিউদ্দিন আহমেদকে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় পটুয়াখালী পৌর সভার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল।

নতুন মেয়র মহিউদ্দিন লিখিতভাবে বলেন, বিগত মেয়রের আমলে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন খাতে ২২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯৭২ টাকায় দায়দেনা রয়েছে।

তিনি জানান, বিগত মেয়রের আমলে বিদ্যুৎ খাতে বকেয়া রয়েছে-৫ কোটি ৭১ লাখ ৫২ হাজার ৪৪৮ টাকা, ঠিকাদার/প্রকৌশলীর দফতরে রয়েছে-৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২০৩ টাকা, জ্বালানি খাতে-১৮ লাখ ২১ হাজার ৪৭৫ টাকা, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী বাবদ রয়েছে ৯ লাখ ৬০ হাজার টাকা, বেতন-ভাতা সাধারণ পানি সরবরাহ শাখায় ২ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকা, পরিচ্ছন্ন কর্মীদের বেতন রয়েছে ৪৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা, ভবিষ্যৎ তহবিল সাধারণ পানি সরবরাহ শাখায় ৩ কোটি ৮ লাখ ৭৬ হাজার টাকা, আনুতোষিক সাধারণ/পানি সরবরাহ শাখায় ৪ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক খাতে রয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা, বিল-ভাউচার খাতে রয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা, বিএমএফ লোন এর কিস্তি বকেয়া রয়েছে ১৯ লাখ ১৭ হাজার ৩৩২ টাকা, এছাড়াও পত্রিকায় বকেয়া বিল রয়েছে ১১ লাখ ৫ হাজার ৩১৪ টাকা।

এ সময় মেয়র মহিউদ্দিন পৌরবাসীর উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং পৌরবাসীর সহযোগিতায় আমি এ বিপদ বৈতরণী পাড় হয়ে পৌরবাসীর সেবা দিতে সক্ষম হবো বলে আমি আশাবাদী।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে ৯ জন পুরুষ কাউন্সিলর এবং ৩ জন মহিলা কাউন্সিলর অংশ নেয়। এ সময় পটুয়াখালী পৌর সভার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৫ মার্চ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।